
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের নতুন নামকরণ হল কিংবদন্তী ফুটবলার শৈলেন মান্নার নামে। বৃহস্পতিবার বিকেলে দিঘা সফর সেরে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফেরেন ডুমুরজলায়। তারপরেই নতুন নামফলকের উন্মোচন করলেন তিনি। খুবই অল্প সময়ে তাঁর ইচ্ছে বাস্তবায়িত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ রায় ও মনোজ তেওয়ারি। ছিলেন জেলাশাসক পি দিপাপ প্রিয়া, ছিলেন বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া পুরসভা এবং জেলা প্রশাসনের কর্তারা।
এদিন রাস্তার নামকরণ ফলক উন্মোচন উপলক্ষে প্রশাসনিক মহলে তৎপরতা ছিল তুঙ্গে। ডুমুরজলা সবুজসাথী ক্রীড়াঙ্গনের উল্টোদিকে মঞ্চ বাঁধা হয়। দিঘা থেকে আকাশপথে মমতা ফেরেন ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে। তারপর পায়ে হেঁটে পৌঁছন ড্রেনেজ ক্যানেল রোডে। সেখানে কর্মসূচিতে যোগ দেন। ফলকের উন্মোচন করেন। ফলে আজ থেকে হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের নাম হয়ে গেল কিংবদন্তি ফুটবলার প্রয়াত শৈলেন মান্নার নামে।
এদিন প্রথমে শৈলেন মান্নার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী। তারপর রিমোটের সাহায্যে ফলক উন্মোচন করেন। ফলকে লেখা 'শৈলেন মান্না সরণি'। এরপর স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য যে স্টল বসানো হয়েছে তা পরিদর্শন করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘এই রাস্তাটা জুড়ে একটা প্ল্যান করা হয়েছে। এখানে সেলফ হেল্প গ্রুপের স্টল, সুফল বাংলার দোকান, জামাকাপড় থেকে গয়নার দোকান আছে। এছাড়া এখানে একটা লাইব্রেরি তৈরি করা হবে। আর একটা জায়গায় রেস্তোরাঁ। বাচ্চারা যাতে খেলাধূলা করতে পারে এই ধরণের কিছু করা হবে। এই রাস্তাটা পড়ে ছিল। তাই কাজে লাগানো হয়েছে। এই এলাকাটি সুসজ্জিত করতে পরিকল্পনা নেওয়া হয়েছে।’
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও